প্রকাশিত: Fri, Apr 7, 2023 6:18 AM
আপডেট: Tue, Jan 27, 2026 12:43 AM

‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন

মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বই দুটি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বাদশ বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোড়ক উন্মোচন করেন। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বৈঠকে সভাপতিত্ব করেন। 

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরংকুশ জয়ের পর ক্ষমতা না দেওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু জাতিকে উপহার দেন সংবিধান। এরপর ৭ মার্চ ১৯৭৩ সাধারণ নির্বাচন অনুষ্ঠান- এটা বিশ্বে বিরল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব